শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
টেকনাফ

অবৈধ সম্পদ: টেকনাফ পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা 

কক্সবাজার প্রতিনিধি

সম্পদের তথ্য গোপন ও বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মনিরুজ্জামান টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মৃত হোসেন আহম্মদের ছেলে। গত পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন। তিনি আব্দুর বহমান বদির ঘনিষ্টজন হিসাবে পরিচিত।

ছবিঃ পৌর কাউন্সিলর মনিরুজ্জামান।

৫৮ লাখ ৪৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগে আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয় এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ নাছরুল্লাহ হোসাইন। দুদকের জনসংযোগ উইং থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *