উখিয়ায় দেশের সর্ববৃহৎ আইসের চালান জব্দ
উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ১০ দিনের ব্যবধানে ফের ২৪ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) চার জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার(৭ মে) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে অভিযান চালিয়ে দেশের সর্ব বৃহৎ মাদক চালানটি জব্দ করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা) সাইদুর রহমান শেখ জানান, আইসের একটি বড় চালান পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ কেজি আইস জব্দ করা হয়।
আজ সকালে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইস উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, এর আগে গত ২৬ এপ্রিল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ ৩ জনকে গ্রেফতার করেছিলো ৩৪ বিজিবি।