উখিয়ায় রোহিঙ্গা যুবককে অপহরণের পর হত্যা
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশিক এলাহী নামে ২৩ বছরের এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত যুবক উখিয়ার বালুখালি ১১নং ক্যাম্পের ব্লক সি/৭ এর শহিদুল হকের ছেলে।
আজ সোমবার (২৬ জুন) সকালে উখিয়ার বালুখালি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৫৯ ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৫৯ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা আশিক এলাহী নামের একজন রোহিঙ্গাকে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।
ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।