শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
উখিয়া

উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে আরএসও সদস্য নিহত

বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুফতি জামাল (৫৫) নামের এক রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের (আরএসও) সদস্য নিহত হয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ই-১২ ব্লকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

তিনি জানান, বালুখালী ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে ক্যাম্পের অভ্যান্তরে হাটে বাজার করার সময় অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী তাকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সে পূর্বে আরসা’র সক্রিয় সদস্য ছিল। বর্তমানে আরএসও’র সদস্য বলে জানাগেছে।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানোর জন্য পুলিশ কে হস্তান্তর করা হয়েছে। খুনিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *