শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
উখিয়া

উখিয়া ক্যাম্পে জোড়া খুনের ঘটনায় ৩ রোহিঙ্গা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারে উখিয়া জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি (নেতা) নিহতের ঘটনায় সন্দেহেজনক ৩ জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৮)।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) ভোরে জামতলী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ধৃতরা হলো- জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫’র বাসিন্দা সোনা মিয়ার ছেলে সাহ মিয়া (৩২), একই ক্যাম্পের জাফর আলমের ছেলে মো. সোয়াইব (১৯) ও রশিদ আহম্মদের ছেলে জাফর আলম (৫৪) ৷

বিষয়টি সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০) বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। হত্যাকান্ডের পর থেকে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী অপরাধীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।