শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
টেকনাফ

ওয়ারেন্টভূক্ত ১৯ আসামীকে গ্রেফতার করলো পুলিশ

মিজানুর রহমান 
কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ১৯ আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার ৩ আগস্ট দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান,বুধবার (৩ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজালার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানা এলাকার ১২টি জিআর বডি ওয়ারেন্টের আসামীসহ ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্ৰেফতার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।