শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
কক্সবাজার সদর

কক্সবাজারে পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।

কক্সবাজার অভিযান চালিয়ে ৩৪ জন নারী পুরুষকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে সদর উপজেলার খুরশকুল, চৌফলদণ্ডী, ভারুয়াখালী, পিএম খালী, ঝিলংঝা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার হাসানুজ্জামান।

তিনি জানান, দ্বীর্ঘ দিন ধরে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। অভিযানে পরোয়ানাভূক্ত ২৭ জন পলাতক আসামী ও নিয়মিত মামলার ৫ জন এবং বিভিন্ন অপরাধে ২ জনসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে প্রেরণ করা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *