কক্সবাজারে সাগরে স্নানে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার

কক্সবাজারে সাগরে স্নান করতে নেমে মোহাম্মদ সজীব (২৬) নামের এক পর্যটক নিখোঁজ রয়েছেন। তার সাথে ভেসে যাওয়ার আরো চারজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। সে ঢাকা পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, বুধবার সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কক্সবাজার আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নামেন। একসময় ভাটার টানে ৫ জন সমুদ্রে ভেসে যায়। এসময় লাইফগার্ড কর্মীদের সহায়তায় ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুজি করার পরেও সন্ধান মিলেনি।

নিখোঁজ সজীবকে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা বাজার

Spread the love
আরও পড়ুন!  আবদুর রহমান বদি কারাগারে