শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
“শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন” এ শ্লোগানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যেগে দেশের ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন: খননের কাজ চলছে।
এর অংশ হিসেবে রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার ৮ কিলো মিটার দৈর্ঘ্যের পাতিলা খাল পুন: খনন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
পরে স্লুইস গেট ষ্টেশন চত্বরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আয়োজিত অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন, হাজার বছরের পরাজয়ের গ্লানি থেকে বাঙ্গালী জাতিকে মুক্তি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।
পাউবো-র নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাউবোর চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম, পাউবোর চট্টগ্রাম বিভাগীয় সুপারিন্টেডেন্ট রুহুল আমিন,স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হলে আগামী ১০০ বছরে বাংলাদেশ ইউরোপ – আমেরিকার মত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।