শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
কক্সবাজার সদর

কক্সবাজার শহরের আবাসিক এলাকায় ওয়ার্কশপ, অতিষ্ঠ এলাকাবাসী

কক্সবাজার প্রতিনিধি-

কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের আওতাধীন পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর এলাকায় ওয়ার্কশপ স্থাপন করে দিনরাত কাজ চালিয়ে যাওয়ায় এলাকাবাসী চরম দূর্ভোগের মধ্যে রয়েছে।

এলাকাবাসীর অভিযোগে জানা যায়,পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর এলাকাটি একটি সম্পূর্ন আবাসিক এলাকা। কয়েকমাস ধরে কচ্ছপিয়া পুকুর তানজিমুল উম্মাহ মাদ্রাসার সামনে বিছমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি ওয়ার্কশপ স্থাপন করা হয়।

মৃত জালাল আহমেদের ছেলে সিদ্দিক দোকানটি ভাড়া দিয়েছেন বলে জানা যায়।

এলাকাবাসী জানান, সকাল ৮ টা থেকে রাত ১২টা পর্যন্ত ওয়ার্কশপটিতে বিকট শব্দ, লোহা কাটা, ওয়েল্ডিং, হাতুড়ি পেটার শব্দ ছাড়াও রাসায়নিকেল গন্ধে বসবাস করায় দায় হয়ে পড়েছে। এছাড়া পরীক্ষার্থী ও রোগিরা চরম অসুবিধার মধ্যে রয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন আবাসিক এলাকায় কিভাবে ওয়ার্কশপ স্থাপনের অনুমতি দিল পৌর কর্তৃপক্ষ।

এব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জামসেদ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।