বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
কক্সবাজার সদর

কক্সবাজার শহরে বিদেশী পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

ধৃতরা হলো, কক্সবাজার পৌরসভার মোজাহের পাড়া এলাকার মৃত নুরুন্নবীর ছেলে অনিক আহম্মেদ ফাহিম (২৭) ও রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিরপুল এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে হোসনে মোবারক শাহিন (২৯)।

রোবরার (৩১ জুলাই) রাতে শহরের জলিল চত্ত্বর এলাকা হতে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন।

তিনি জানান, কক্সবাজার শহরের জলিল চত্ত্বর এলাকায় কয়েকজন যুবক অপরাধ কান্ড সংগঠিত করার জন্য জড়ো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি দেখে পালানোর সময় ধাওয়া করে দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে অনিক আহম্মেদ ফাহিম এর কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রটি ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংগঠিত করার কথা স্বীকার করেছে।

আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *