কুতুবদিয়া উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত
শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালনার নিমিত্তে কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা স্থায়ী শুমারি/জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিসংখ্যান অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা শুমারি সমন্বয়কারী মিনহাজুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহীন আবদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক, আলী আকবর ডেইল ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বি.কম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রজব আলী ও কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলী আকবর ডেইল ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি’র চেয়ারম্যান আজমগীর মাতবর,লেমশীখালী ইউপি’র চেয়ারম্যান আকতার হোছাইন, দক্ষিণ ধুরুং ইউপি’র চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ ও উত্তর ধুরুং ইউপি’র চেয়ারম্যান আবদুল হালিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, মেজবাহ উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ।