কুতুবদিয়া সহকারী কমিশনার (ভূমি) বিদায় ও বরণ
শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।
বুধবার (১৮ মে) কুতুবদিয়া কর্মস্থলে যোগদান করলে তাকে ফুলের তুড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় সদ্য বিদায়ী এসিল্যান্ড খোন্দকার মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বি,কম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।