শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
চকরিয়া

চকরিয়ায় আলোচিত নোবেল হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ও চাঞ্চল্যকর সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম পালাতক আসামী আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৭) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার দিবাগত রাতে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামী আরিফ ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মহিউদ্দিনের পুত্র। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো : আবদুল জব্বার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের মাধ্যমে পূর্ব বড় ভেওলা এলাকায় এক অভিযান চালানো হয়। অভিযানকালে চকরিয়ার আলোচিত নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামী আরিফুল ইসলামকে

গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে। ধৃত পলাতক আসামী আরিফুল ইসলামের বিরুদ্ধে নোবেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *