বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
কক্সবাজার সদর

চলন্ত ইজিবাইক থেকে পর্যটকের মোবাইল ছিনতাই

কক্সবাজারে চলন্ত ইজিবাইকে (টমটম) পর্যটকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছে পুলিশ।

সুজাউদ্দিন রুবেল

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী যাবার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক মো. রাব্বি ওরফে রাকিব (২৩) শহরের লাইট হাউজ এলাকার মো. হোসাইনের ছেলে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, উম্মে কুলসুম অ্যানি, নূর আফসার ও দিদারুল আলম চৌধুরী নামে চট্টগ্রাম থেকে আসা তিনজন পর্যটক একটি ইজিবাইকে করে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর উদ্দেশে রওনা হন। যাবার পথে হঠাৎ একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় মেয়েটির হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় রাকিব।

‘পরে ইজিবাইকের একটু পেছনে থাকা ট্যুরিস্ট পুলিশের ইনস্পেক্টর গাজি মিজানুর রহমান সরকারি মোটরসাইকেলে ছিনতাইকারীদের পিছু নেন। এরপর প্রতিযোগিতা করে টিএন্ডটি রোডে স্থানীয় জনগণের সহায়তায় তিন ছিনতাইকারীর মধ্যে একজনকে আটক করা হয়। বাকি দুই ছিনতাইকারী তাদের ব্যবহৃত মোটরসাইকেল রেখে পালিয়ে যায়,’ যোগ করেন রেজাউল করিম।

মোটরসাইকেলসহ আটক মো. রাব্বিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।