টেকনাফের সাবরাং এলাকার ভাড়া বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
কক্সবাজার টেকনাফের সাবরাং এলাকার ভাড়াবাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার নিউজ কক্সবাজারকে জানান, সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রুহুল্লার ঢেফা এলাকার শান্তি দেবীর ভাড়া বাসায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে বাসার ওয়াশ রুম থেকে মরদেহটি উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ভাড়া বাসার মালিকের সুমনকে টেকনাফ মডেল থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। মৃত মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটুয়ারীর বাড়ি রাজবাড়ী জেলার আলীপুর ইউপির ৭ নং ওয়ার্ডের মৃত মান্নান বেপারীর ছেলে। তিনি সাবিরাং এর এ ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন এবং বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে ধারণা করছে পুলিশ।
কালকে সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর পর ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি তদন্ত এবং ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে ভাড়া বাসার মালিক শান্তি দেবী জানান, গত আড়াই বছর আগে সাবরাং শাহ্পরীর দ্বীপের মাঝের পাড়ার সিএনজি চালক আজিজকে তারা এ ঘর ভাড়া দেয় ওখানে এ লোক মাঝে মধ্যে আসত সেটি আমরা জানি।
স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক আহমদ জানান, ভাড়া বাসার মালিক শান্তি দেবীর ছেলে সুমন আমাকে ফোনে জানালে তৎক্ষণাৎ পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেদেহ উদ্ধার করে।