শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
টেকনাফ

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ মাদক পাচারকারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৩ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন রাত আনুমানিক ০১০০ ঘটিকায় কেরুনতলী ঘাটের দিকে ০১ জন ব্যক্তিকে আসতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয় কিন্ত ব্যক্তিটি দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে রবিউল আলম (২৩) নামক ব্যক্তিকে প্লাস্টিক ব্যাগ সহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন এর স্থায়ী বাসিন্দা। পরবর্তীতে ব্যক্তির হাতে থাকা প্লাস্টিক ব্যাগটি তল্লাশি করে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক পাচারের সাথে জড়িত রয়েছে। জব্দকৃত গাঁজাসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *