টেকনাফে দেশীয় অ*স্ত্রসহ এক রোহিঙ্গা ডা*কাত গ্রেফতার
আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ (২৬) কে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
বুধবার (১৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ডাকাতদল প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে।
এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ (২৬)কে গ্রেফতার করা হয়। দিল মোহাম্মদ টেকনাফ চাকমারকুল ২১নং ক্যাম্পের বি/৩ -ব্লকের মো. আলমের ছেলে।
গ্রেফতারকৃত রোহিঙ্গা ডাকাতের নিকট হতে দেশীয় তৈরী একটি তরবারি এবং তিনটি দা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রোহিঙ্গা ডাকাতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।