টেকনাফে পশুখাদ্য ও ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌরসভা ও সাবরাং বাজারের বিভিন্ন পশুখাদ্য ও ভেটেরিনারি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল (১১ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মুহিবুল্লাহ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুটি দোকানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।