শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
টেকনাফ

টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গা সহ ২২ জন আটক 

মিজানুর রহমান, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করা হয়েছে।

আজ (২০ সেপ্টেম্বর)  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাইট‍্যংপাড়া বাস টার্মিনালের পূর্ব পাশে জামাল উদ্দিনের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং বিজিবি এই যৌথ অভিযান পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে ও জানান তিনি।