তামিমকে মাঠে চান ফারুক, নয়তো বোর্ডে

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি–টোয়েন্টি ক্রিকেট থেকে তো ২০২০ সালের মার্চের পর অবসরই নিয়ে নিয়েছেন।

হঠাৎ করে মাঠে তামিমের সর্বশেষ উপস্থিতি মনে করিয়ে দেওয়ার কারণ—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ তামিমকে আবারও মাঠে দেখতে চান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বিসিবি সভাপতি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতে তামিমের মাঠে ফেরা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক এ কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে দল নির্বাচনপ্রক্রিয়া নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে নতুন বোর্ড সভাপতি বলেছেন, নির্বাচকদের কাজের পুরোপুরি স্বাধীনতা তিনি দেবেন। তামিমের ক্ষেত্রেও সেটাই হবে। সব দিক বিবেচনা করে নির্বাচকেরা যদি ঠিক মনে করেন, তামিমকে তাঁরা জাতীয় দলে নেবেন। ফারুকও বলেছেন, ‘ওর খেলতে হলে কী করতে হবে, সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে।’ সঙ্গে নিজের মতটাও জুড়ে দিয়ে বলেছেন, ‘আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।’

সে ক্ষেত্রে ওয়ানডে ক্রিকেট খেলাটাই তামিমের জন্য ভালো হবে মনে করেন তিনি, ‘আমার মনে হয়, ৫০ ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কি না, আমি জানি না। সেটা তামিমই ভালো বলতে পারবে।’

চোটে ভুগেছেন, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও কিছুটা মনোমালিন্য আছে তামিমের। সব মিলিয়েই প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানকে তো নাকি তামিম এমনও বলেছিলেন, চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকলে তিনি জাতীয় দলে ফিরবেন না। মাঠে ফেরার ব্যাপারে তাই তামিমের সিদ্ধান্তটাকেই বেশি গুরুত্ব দিতে চান ফারুক, ‘তামিম কী চিন্তা করছে, সেটা গুরুত্বপূর্ণ। আগে তার সাথে কথা বলা দরকার।’

আরও পড়ুন!  ফারুকের বোর্ডে কী আছে সাকিবের ভাগ্যে
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পাশে দুই পরিচালন নাজমুল আবেদীন ও মাহবুব আনামপ্রথম আলো

তামিমের ভবিষ্যৎ জানতে তাঁর সঙ্গে বিসিবি সভাপতির এই আলোচনা অবশ্য বহুল প্রত্যাশিত। সাবেক সভাপতি নাজমুল হাসান বেশ কয়েকবারই বলেছেন, তামিমের সঙ্গে কথা বলবেন। কিন্তু সেই কথা তাঁর আর বলা হয়নি। এবার ফারুকও বললেন একই কথা।

গত পরশু ক্রীড়া উপদেষ্টার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনের দিনে তাঁকে সঙ্গ দিতে দেখা গেছে তামিমকে। সেই থেকে গুঞ্জন, তামিম নাকি বিসিবিতেও গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন! এখনো তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করছেন বলেও শোনা যাচ্ছে। তার আগে তো আরও খেলা আছেই। টেস্ট না খেললেও, ফিটনেস ঠিক থাকলে যেকোনো সময়ই তামিম ফিরতে পারেন ওয়ানডে দলে। তাঁর এখনই বোর্ডে আসার আলোচনাটাকে তাই আপাতত গুঞ্জনের চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না।

সোমবার ক্রীড়া উপদেষ্টার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন তামিম ইকবালপ্রথম আলো

তবে বিসিবি সভাপতি ফারুক ভবিষ্যতের জন্য দরজা বন্ধ করে দেননি। খেলোয়াড়ি জীবন শেষে বিসিবির মাধ্যমে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে চাইলে তামিমকে স্বাগতই জানাবেন ফারুক, ‘সে আমাদের একজন সাবেক অধিনায়ক, তার মানে তার মধ্যে নেতৃত্বগুণ আছে। খেলতে না পারলে ও যদি বোর্ডে সম্পৃক্ত হতে চায়, আমি খুবই খুশি হব। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার ধারণা ও অনেক ভালো কিছু করতে পারবে। ওর সঙ্গে কথা বলে দেখি ওর পরিকল্পনাটা কী।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *