দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রিকারী রোহিঙ্গা তরুণী গ্রেফতার
চট্রগ্রাম অফিস
চট্টগ্রামে ইয়াবাসহ ইসমত আরা (২২) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) রাতে সদরঘাট থানাধীন কালীবাড়ী মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ইসমত আরা কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মোচনী রোহিঙ্গা ক্যাম্প ডি-ব্লকের মৃত মোহাম্মদ আলমের মেয়ে। তাকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট থানার এসআই রনি তালুকদার।
সিএমপির এডিসি (অপারেশনস) পংকজ দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমত আরা জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার মোচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।