বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
কক্সবাজার সদর

নিজেকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষনা দেয়া পার্থ বড়ুয়া কারাগারে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।

কক্সবাজারের আলোচিত ও সমালোচিত ব্যক্তি জগদীশ বড়ুয়া পার্থকে মারামারির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সে কক্সবাজার শহরের পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের বাহারছড়ার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সেলিম উদ্দিন।

তিনি বলেন, একটি মারামারি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিজেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া এই জগদীশ বড়ুয়া পার্থ কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবী করেন নিজেকে। সদ্য সমাপ্ত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনের আগে সামাজিক গোগাযোগ মাধ্যম ফেইসবুকে জেলার ৬শ মেম্বারকে গালমন্ধ করে সমালোচনার জন্ম দেন। তিনি এক সময় শহরে ছাত্রদলে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।