শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
টেকনাফ

পাচারকালে দুই কিশোর উদ্ধার, রোহিঙ্গা পাচারকারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।

মালয়েশিয়া পাচারকালে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পাচারকারী আব্দুল গফুর (৬০) নামে এক রোহিঙ্গাকে।

উদ্ধারকৃতরা হলো- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এইচ এর হামিদ হোসেনের ছেল নুর হোসেন (১৫) ও মোঃ হানিফের ছেলে আবুল কালাম (১৫)।

বুধবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা ও নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে ২ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে মেরিন ড্রাইভের দিকে নিয়ে যাওয়া হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এ সময় পাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার করে তাদের দেয়া তথ্য মতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ ব্লক থেকে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে আব্দুল গফুরকে গ্রেফতার করা হলেও তারসহযোগী নুর মোহাম্মদ কৌশলে পালিয়ে যায়।

এই ঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *