প্রথমবার বাজারে আসছে ভারতে তৈরি আইফোন প্রো ও প্রো ম্যাক্স

প্রযুক্তি

আইফোন প্রো ও প্রো ম্যাক্স অ্যাপলের সবচেয়ে দামি ফোনের মধ্যে উল্লেখযোগ্য। এবার ভারতেই তৈরি হবে এই মডেলগুলো। এ বছরই প্রথমবারের মতো অ্যাপলের আইফোন প্রো ও প্রো ম্যাক্স তৈরি করবে ভারত। এতদিন ভারতে শুধু আইফোন তৈরি হতো।

এই তথ্য মঙ্গলবার (২০ আগস্ট) ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এটি এক নতুন মাইলফলক হতে যাচ্ছে ভারত ও আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফক্সকন টেকনোলজি গ্রুপের জন্য। এছাড়াও অ্যাপল সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আনার ঘোষণা দিতে পারে।

সূত্র জানিয়েছে, ফক্সকন তখন থেকেই ভারতে নতুন মডেলের ডিভাইসগুলো অ্যাসেম্বল করতে শুরু করবে। ইতোমধ্যে তামিলনাড়ুতে আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্স নির্মাণের জন্য হাজারো কর্মী ফক্সকনের কারখানায় প্রশিক্ষণ নিতে শুরু করেছে। শুরুর পরই বিশ্বজুড়ে উৎপাদন ও বাজারজাত করাই তাদের লক্ষ্য।

নাম না প্রকাশের শর্তে এ বিষয়ে জানেন এমন কয়েকজন ব্লুমবার্গকে এসব তথ্য দেন। ২০২১ সাল থেকে অ্যাপল স্থানীয় উৎপাদনমুখী কাজ শুরু করেছে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চ-প্রযুক্তির উৎপাদনে আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত এই মাইলফলক অর্জনে ফক্সকনকে সাহায্য করেছে।

এখনো চীনেই বেশিরভাগ আইফোন তৈরি হয়। তবে ধীরে ধীরে ফক্সকন চীনের ওপর নির্ভরতা কম করতে চেষ্টা করছে। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে। মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত এ কারণেই ঝুঁকি কমাতে চীনের ওপর থেকে নির্ভরতা কমাচ্ছে।

চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত ভারত এক হাজার ৪০০ কোটি ডলার মূল্যমানের আইফোনের বৈশ্বিক চাহিদার ১৪ শতাংশ পূরণ করেছে। একইদিনেই সারা বিশ্বের পাশাপাশি ভারতের বাজারেও ভারতে নির্মিত আইফোন ১৬ নিয়ে আসতে চায় অ্যাপল। তবে কিছুদিন পরে প্রো ও প্রো ম্যাক্স আসতে পারে।

সূত্ররা আরো মন্তব্য করেন, ফক্সকনের অন্যান্য অংশীদাররাও প্রো মডেলের ফোন তৈরি শুরু করতে পারে। এর মধ্যে আছে টাটা গ্রুপ ও পেগাট্রন কর্পোরেশনের ভারত শাখাও।

আরও পড়ুন!  ফেসবুকে রমরমা প্রতারণার ফাঁদ?

সাধারণ আইফোনের চেয়ে বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা ও টাইটানিয়ামের বডি থাকে আইফোন প্রো ও প্রো ম্যাক্স মডেলের ফোনগুলোতে। এগুলো তৈরির জন্য প্রয়োজন হয় বিশেষায়িত উৎপাদন সক্ষমতা।

তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন অ্যাপল, ফক্সকন ও পেগাট্রনের প্রতিনিধিরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *