প্রাক্তন ছাত্রলীগ নেতা পিকলু আর নেই
টেকনাফ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পিকলু দত্ত (৪০) আর নেই। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দ্বীর্ঘ দিন ধরে আলসার ও ডায়াবেটিকস রোগে ভোগছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে বাস ভবনে তিনি অসুস্থ বোধ করলে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তার ডায়াবেটিকস লেভেল কমে যাওয়ায় তাকে কক্সবাজার প্রেরণ করেন। কক্সবাজার নেয়ার পথে ইনানী পৌছালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আগামী কাল চট্টগ্রামের আনোয়ারায় তার শেষকৃত্য অনুষ্টিত হবে।
জীবদ্দশায় তিনি টেকনাফ কলেজ ছাত্র লীগের সভাপতি ছিলেন। পরে যুবলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজপথে প্রতিটি লড়াই সংগ্রামে সক্রিয় ছিলেন। পাশাপাশি টেকনাফ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও টেকনাফ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়।