শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
পেকুয়া

বিষাক্ত সাপের কামড়ে এক বনবাসীর মৃত্যু

পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে নাসির উদ্দীন (৪৫) নামের এক বনবাসীর মৃত্যু হয়েছে।

৮ আগষ্ট বেলা ১১ টায় পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র। সে পেকুয়া বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।

নিহতের স্বজনরা জানান, বন্যার পানি ঘরে ঢুকলে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়। এসময় তিনি চিৎকার করে উঠে। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ মুজিবুর রহমান জানান তাকে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *