ভুট্টো হত্যা মামলায় গ্রেফতার ৩
মিজানুর রহমান
কক্সবাজার টেকনাফে চাঞ্চল্যকর নুরুল হক ভুট্টো হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) টেকনাফ সদরের কেরনতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলো -সাইফুল ইসলাম (২০), মো. শাকের (২২), মো. রমজান আলী (২৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম এজাহারভুক্ত আসামি হলেও বাকি দু’জনকে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয় হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান,গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে টেকনাফ সদর ইউপির কেতনতলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।