মহেশখালীকে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার
মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৪৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন টিটিএন-কে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুরের মনিপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বহু মামলার আসামি শাহাব উদ্দিন কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।”
পুলিশ জানায়, আটক শাহাব উদ্দিনের বিরুদ্ধে ২ টি অস্ত্র মামলাসহ ১০ টি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতার পরবর্তী তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আটক শাহাব উদ্দিন শাপলাপুরের মনিপুর (৫ নং ওয়ার্ড) মৃত বশির আহমদ এর পুত্র। শাহাব উদ্দিন এলাকায় ত্রাসের রাজস্ব করতেন, তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরবে বলে জানান স্থানীয়রা।