মুহিব উল্লাহ হত্যা: মামলায় স্বাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পেছালো
সুনীল বড়ুয়া, কক্সবাজার।
কক্সবাজারে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিব উল্লাহ হত্যা মামলায় স্বাক্ষী আদালতে হাজির না হওয়ায় আলোচিত এ মামলার স্বাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম জানান, “আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে স্বাক্ষ্য গ্রহণের প্রথম দিন ধার্য ছিল। এজন্য সকালে জেলা কারাগার থেকে গ্রেপ্তার ১৪ আসামিকে আদালতে হাজির করা হয়।”
“কিন্তু দুপুর ২টা পর্যন্ত কোন স্বাক্ষী হাজির না হওয়ায় স্বাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। এর আগে এ মামলার ৩৮ জন স্বাক্ষীর মধ্যে বাদীসহ ৭ জনকে সমন ইস্যু করে আদালত,” বলেন তিনি।
আগামী ৩১ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান ফরিদুল আলম।
গত ১১ সেপ্টেম্বর মুহিব উল্লাহ হত্যা মামলায় ২৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে একদল অস্ত্রধারীর গুলিতে নিহত হন মুবি উল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।