মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড
কুতুবদিয়া সংবাদদাতা
কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার ফদনারডেইল এলাকায় নিজের কন্যা সন্তানকে ধর্ষণের মামলায় পিতা আবদুল মান্নানের (৪৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
আবদুল মান্নান ওই এলাকার মৃত জালাল আহমদের ছেলে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারী নির্যাতন মামলার শুনানি শেষে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন ।
রায় ঘোষণাকালে আসামি আবদুল মান্নান আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ ।
রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সিকদার।
২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে নিজের বাড়িতে নাবালিকা কন্যা সন্তানকে ধর্ষণ করেন সৎ পিতা আবদুল মান্নান (৪৫)। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন স্ত্রী হাসিনা আরা। তদন্ত শেষে আবদুল মান্নানের বিরুদ্ধে ২৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন তদন্ত অফিসার এসআই সনজীত চন্দ্র রায়।