রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নিউজ কক্সবাজার ডেস্ক।
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগে এনামুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নম্বর ক্যাম্পে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবক ওই ক্যাম্পের এ/১১ ব্লকের, এফসিএন-২৫৫৬৬৭ বাসিন্দা। তিনি নুর হোসেনের ছেলে।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় ক্যাম্প-২৪ (লেদা) এর রোহিঙ্গা কিশোরীকে বাড়িতে একা পেয়ে পাশের ঘরের রোহিঙ্গা এনামুল হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভিকটিমের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে রাতেই অভিযুক্ত রোহিঙ্গা এনামুলকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।