বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈকতে স্নানে নেমে প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের ইনানী সৈকতে স্নানে নেমে নিখোঁজ পর্যটক কিশোর আবদুল্লাহ (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরিক্ষার্থী এবং কর্নেল শহিদের ছেলে। তারা সী-পার্ল বীচ রিসোর্টের অতিথি ছিলেন।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে ইনানী ডেইলপাড়া এলাকায় ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ (কক্সবাজার রিজিয়ন) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি বলেন, সকাল ১১ টার দিকে সী-পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা সংলগ্ন সৈকতে আবদুল্লাহ তার মা ও স্বজনদের সাথে সৈকতে নামে। স্নান সেরে সবাই উঠে আসার পথে আব্দুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছিলোনা। সংবাদ পেয়ে ট্যুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও লাইফ গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

অবশেষে দ্বীর্ঘ ৭ ঘন্টা পর ইনানী ডেইল পাড়া সৈকত থেকে ভেসে আসা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *