বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
উখিয়া

১ লাখ ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গা মাদক কারবারী

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আতক করেছে ৩৪ বিজিবি। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলি বেতবুনিয়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ৩৪ বিজিবির অধিনায়ক কর্ণেল মোঃ মেহেদি হোসাইন কবির।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ভোর ৪ টার সময় উক্ত স্থানে কতিপয় ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তিন কোটি টাকা মূল্যমানের এক লক্ষ পিস বার্মিজ ইয়াবাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো – (১)মোঃ আলী হোসেন (৩৪), পিতা-মোঃ আব্দুস সালাম, ব্লক-সি/১০, এফসিএন নম্বর-১৬১৬৫৯; () মোঃ ইউনুস (৩৭), পিতা-মৃত শহিদুল্লাহ, ব্লক-এফ/১৪, এফসিএন নম্বর-১৩৪৮৪৮ এবং (৩) মোঃ হোসেন আহম্মেদ (২৫), পিতা-মোঃ হাসু মিয়া, ব্লক-ডি/৪, এফসিএন নম্বর-১৫৮১৪৩। সকলের ঠিকানা কুতুপালং এফডিএমএন ক্যাম্প-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

আটককৃত মাদক কারবারীদেরকে ইয়াবা’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।