বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
কক্সবাজার সদর

২০২৩ সালের জুনে শেষ হবে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের কাজ: সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি

২০২৩ সালের জুনে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (৭ মে) দুপুরে কক্সবাজারে বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্প। ১৩৯ ভবনের ২০টি আগে নির্মিত হয়েছে। বাকি ১১৯ ভবনের কাজ চলমান। সে হিসেবে বলা যায় এরইমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হয়ে আশ্রয়ণ প্রকল্প পরিপূর্ণতা পাবে।

পরিদর্শনকালে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কারণে শহরের সমিতিপাড়া ও কুতুবদিয়া এলাকায় আশ্রয় নেওয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ী মাথা গোজার ঠাঁই পাবেন জলবায়ু উদ্বাস্তু ৩ হাজার ৮০৮টি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *