উখিয়ায় আগুনে ব্যবসায়ীর মৃত্যু

উখিয়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা স্টেশনের দক্ষিণ পাশে একরাম মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আলী লেপ-তোষক ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়ার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে উখিয়ায় বসবাস করছিলেন।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে—দুপুরে হঠাৎ মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও স্থাপনায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত দুটি ইউনিট এবং কক্সবাজার স্টেশন থেকে আরও একটি ইউনিট যোগ দেয়।

তিনি বলেন, “আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সাজেদুল ইমরান শাওন বলেন, “দগ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।”

ওসি জিয়াউল হক বলেন, “অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।”

Spread the love
আরও পড়ুন!  রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৭ বছরে ২৪৬ জন খুন