নিউজ কক্সবাজার ডেস্ক
কক্সবাজার জেলার টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশিয় তৈরি চাপাতিসহ এক জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শনিবার সকালে উপজেলার সাবরাং এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে মোহাম্মদ শহিদ নামের এক জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে আরো জানানো হয়, টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় আটক শহিদের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৫ টায় একটি অভিযান পরিচলানা করে বিসিজি (বাংলাদেশ কোস্ট গার্ড) স্টেশন টেকনাফ। অভিযানে মোঃ শহিদ এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি G-3 রাইফেল, ৮ রাউন্ডস তাজা গোলা ও ১ টি দেশীয় চাপাতিসহ মোঃ শহিদ (৩৭) কে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
এ ছাড়া আটককৃত মোঃ শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পাচার করে টেকনাফের কুখ্যাত ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো বলে দাবি কোস্ট গার্ডের।