মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Homeকক্সবাজার সদরনির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন মাসেদুল হক রাশেদ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন মাসেদুল হক রাশেদ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী মাসেদুল হক রাশেদ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ ১২ জুন অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বড় বাধা। তারপরও আমি আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ মে) রাতে শহরের ৬নম্বর রাস্তার মাথায় হক শণ নামে নিজেদের বাসভবনে এক তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে এমন সংশয় প্রকাশ করেছেন তিনি।

রাসেদ বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। অথচ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী দলীয় প্রতীক ব্যবহার করে পোস্টার-লিপলেটসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি লিখিতভাবে অভিযোগ করার পরও কোন ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। কোন এক অদৃশ্য শক্তির কারণে তারা বিধি ভঙ্গের বিষয়টি দেখেও দেখছেন না। উল্টো আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ নিয়ে আমাকে হয়রানি করছে নির্বাচন অফিস সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments