শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Homeটেকনাফটেকনাফে ২ ফিলিং স্টেশনকে জরিমানা

টেকনাফে ২ ফিলিং স্টেশনকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে কক্সবাজারের টেকনাফে দুই ফিলিং স্টেশনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাম্প দুটি হলো- আবদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ও নাফ ভিউ ফিলিং স্টেশন।

সোমবার (২২ আগস্ট) টেকনাফ পৌরসভার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেয় প্রশাসন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, তেল কম দেওয়ার খবরে পেট্রোল পাম্প দুটিতে অভিযান চালানো হয়েছে। এরমধ্যে আবদুল্লাহ ফিলিং স্টেশনে প্রতি দশ লিটারে ১ লিটার পেট্রোল কম দেওয়া হচ্ছিল। নাফ ভিউ ফিলিং স্টেশনেও একই অভিযোগ পাওয়া যায়।

তিনি বলেন, মাপে জালিয়াতির অপরাধে ফিলিং স্টেশন দুটিকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য প্রস্তুতের অভিযোগে টেকনাফের দুটি বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে দেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) স্থানীয় শাখা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments