শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Homeউখিয়াদুই রোহিঙ্গা নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

দুই রোহিঙ্গা নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

আবদুর রহমান,কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতা খুনের দায়ে চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৮ অক্টোবর) উখিয়ার ১৩ ও ১৯ ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বেনারকে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ক্যাম্প-১৩ এর বাসিন্দা সমসু আলম (৫২), রশিদ আহম্মদ (৫৩), মাহবুবুর রহমান (২৮) এবং ক্যাম্প ১৯ এর নজির আহম্মেদ (৪৭)।
ফারুক আহমেদ জানান, “১৫ অক্টোবর ১৩ নম্বর ক্যাম্পের দুই রোহিঙ্গা নেতা মো. আনোয়ার ও মৌলভী মো. ইউনুসকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৪-১৫ জনকে আসামি করা হয়। এর প্রেক্ষিতে ক্যাম্প ১৩ ও ১৯ এ অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার জনকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয় এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বেনার
RELATED ARTICLES

Most Popular

Recent Comments