শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Homeটেকনাফনাফ নদী থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ

নাফ নদী থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ

নিউজ কক্সাবাজার ডেস্ক।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হ্নীলা মোহনা থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নাফ নদীর হ্নীলা এলাকার মেম্বার ঘাটে এ অভিযান চালানো হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মায়ানমার থেকে নাফ নদী দিয়ে একটি নৌকা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে আসতে দেখে টহলরত বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করে। এ সময় নৌকায় থাকা লোকজন লাফ দিয়ে সাঁতরে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা, এক প্যাকেট রিচ কফি, ৩ কেজি শুঁটকি, ১০ প্যাকেট বার্মিজ সিগারেট, ৫ প্যাকেট বিস্কুট ও দুই বোতল পানীয় জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও অন্যান্য পণ্যের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments