শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Homeটেকনাফমালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ রোহিঙ্গা আটক

মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ রোহিঙ্গা আটক

সারাদেশ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩৩ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ মে) রাত ১২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূর থেকে একটি ট্রলারসহ তাদের আটক করেছে বানৌজা আলী হায়দার। বিষয়টি নিশ্চিত করেন বানৌজা আলী হায়দারের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

তিনি বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১ জন শিশু। এরা সবাই রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার খবর পেয়ে নৌবাহিনী অভিযান শুরু করে। এ সময় ধাওয়া করে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদেরকে বর্তমানে টেকনাফে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments