বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Homeটেকনাফরোহিঙ্গা ক‍্যাম্পে সয়াবিন ও চিনি মজুদ, আটক ১

রোহিঙ্গা ক‍্যাম্পে সয়াবিন ও চিনি মজুদ, আটক ১

মিজানুর রহমান 

কক্সবাজার টেকনাফের হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০৪ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবীর নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ১২টায় ২৭ নম্বর হ্নীলা জাদিমুরা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয় বলে জানান এপিবিএন পুলিশ আর্মড ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় জাদিমুরা এপিবিএন ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের লেগুনা গাড়ি থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। এ সময় উপজেলার পশ্চিম লেদার মৃত কামালের ছেলে নুর কবিরকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, একই এলাকার শমশু (৫০)সহ জব্দকৃত তেল ও চিনি অবৈধভাবে মজুদ করার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করেছে।

এপিবিএন অধিনায়ক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments