লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হল জশনে জুলুছ

চট্টগ্রাম

নিউজ কক্সবাজার ডেস্ক

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী জশনে জুলুছ। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ নেতেৃত্বে অনুষ্ঠিত জুলুছে অংশগ্রহণ করেন লাখো ধর্মপ্রাণ মুসলমান।

সোমবার সকালে মুরাদপুরের ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হওয়া জুলুছ হামদ, নাত, দরুদে মুখরিত করে তুলে মহানগরীর সড়ক।

জুলুছটি বিবিরহাট হয়ে মুরাদপুর, মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স থেকে ডান দিকে মোড় নিয়ে ষোলশহর ২ নম্বর গেট, ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে জিইসি মোড়, লর্ডস ইন হোটেল থেকে ২ নম্বর গেট, মুরাদপুর বামে মোড় নিয়ে বিবির হাট থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন মাঠে এসে শেষ হয়।

জশনে জুলুছ কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামে জশনে জুলুসের প্রবর্তন হয়েছে ৫০ বছর আগে ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের (পাকিস্তান) তৎকালীন সাজ্জাদানশীন, আধ্যাত্মিক সাধক, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা.) এ জশনে জুলুসের প্রবর্তন করেন। 

Spread the love
আরও পড়ুন!  চট্টগ্রামের মীরসরাই থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক এক